ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শার্শায় বাড়ির সামনে দিয়ে মাটি বোঝায় ট্রাকটার যেতে বাধা দেওয়ায় ৩ জনকে পিটিয়ে জখম

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:২৫:৩০ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বাড়ির সামনে দিয়ে মাটি বোঝায় ট্রাকটার যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ ব্যাক্তি কে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শার্শা জামতলার টেংরা গ্রামে। আহতরা হলেন টেংরা গ্রামের মৃত নূর মোহাম্মদ’র ছেলে মোঃ মোতালেক হোসেন (৩৫), মোঃ রমজান আলীর ছেলে রানা হোসেন (২৮) ও হযরত আলীর ছেলে ইস্রাফিল হোসেন (৩৪)। আহত মোতালেব ও রানাকে তাদের স্বজনেরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এর মধ্যে মোতালেব হোসেনের অবস্থা আশংক জনক। খবর শুনে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে নিয়ে আসে।

এ ঘটনায় জামতলা বাজারে ও টেংরা গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষ বাধতে পারে বলে আশংকা করছে জামতলা বাজার ব্যবসায়ী ও টেংরা গ্রামের সাধারন মানুষ । এ ব্যাপারে আহত মোতালেব হোসেনের বড় ভাই আব্দুল খালেক লাল্টু বাদী হয়ে ৭ জনকে আসামী করে শার্শা থানায় একটি অভিযোগ দাখিল করেছে। থানায় অভিযোগে আসামীরা হলেন টেংরা গ্রামের হযরত আলী তরফদারের ছেলে ইস্রাফিল হোসেন (৩৪), আব্দুল জলিলের ছেলে মোঃ সুমন হোসেন (২৫), মৃত আব্দুল মান্নানের ছেলে মিষ্টি সফিকুল ইসলাম (৪০), বাবু বিশ্বাস (৪৫), আব্দুর রউফ মাষ্টারের ছেলে সফিকুল ইসলাম (৪৫) ও মৃত আব্দুর রহিমের ছেলে জিম হোসেন (৩৫)।

সূত্রে ও অভিযোগে জানাগেছে, অভিযুক্ত আসামীরা জামতলা টেংরা গ্রামের মোজাম বিশ্বাসের নিকট থেকে গজালির বিলে ২০ বিঘা জমির ঘের কাটানোর শর্তে মাটি ক্রয় করে। আসামীরা শনিবার সকালে ট্রাকটার নিয়ে ঐ জমির মাটি কাটতে যায়। এ সময় আহত মোতালেব সহ প্রায় শতাধিক গ্রামবাসী তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে মাটি বাহি ট্রাকটার যেতে বাধা দেয়। এই ঘটনায় রাগে উত্তেজিত হয়ে আসামীরা জামতলা বাজারে এসে অবস্থান নেয়। এর কিছুক্ষন পর মোতালেব মোটর সাইকেল যোগে জামতলা বাজারে আসলে অভিযুক্ত আসামীদের উপস্থিতিতে ইস্রাফিল ও সুমন প্রতিবাদকারী মোতালেবের মোটর সাইকেল থামিয়ে তাকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম ও আহত করে। এ সময ঠেকাতে গেলে মোতালেবের সাথে থাকা রানাকেও বেদম ভাবে পেটায় দূর্বৃত্তরা।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, জামতলার ঘটনা শুনে তখনই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। তিনি বলেন এ ব্যাপারে ৭ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে 

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad