ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

দেশের মানুষের প্রত্যাশা দ্রুত নির্বাচন: আমান

Anima Rakhi | আপডেট: ২০ জানুয়ারী ২০২৫ - ১১:৪৩:০৬ এএম

ডেস্ক নিউজ : দেশের মানুষ সরকারের কাছে দ্রুত নির্বাচন প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া জরুরি। বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে দ্রুত নির্বাচন দেবে সরকার।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বিএনপির ৯০’র ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হল ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিবে, তাতে জনগণের সরকার কায়েম হবে।

শেখ হাসিনা দীর্ঘ দিন ক্ষমতায় থেকে খুন, গুম ও অর্থ পাচার করেছেন বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, পাঠ্যবইতে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করতে হবে। আসাদ মানেই স্বাধীনতা উল্লেখ করে তিনি জানান তার স্মৃতিফলক ও আসাদ গেট সংরক্ষণ করার দাবি জানান।

এ সময় তার পরিবার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

কিউটিভি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৩

▎সর্বশেষ

ad