ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

দেশের মানুষের প্রত্যাশা দ্রুত নির্বাচন: আমান

Anima Rakhi | আপডেট: ২০ জানুয়ারী ২০২৫ - ১১:৪৩:০৬ এএম

ডেস্ক নিউজ : দেশের মানুষ সরকারের কাছে দ্রুত নির্বাচন প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া জরুরি। বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে দ্রুত নির্বাচন দেবে সরকার।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বিএনপির ৯০’র ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হল ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিবে, তাতে জনগণের সরকার কায়েম হবে।

শেখ হাসিনা দীর্ঘ দিন ক্ষমতায় থেকে খুন, গুম ও অর্থ পাচার করেছেন বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, পাঠ্যবইতে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করতে হবে। আসাদ মানেই স্বাধীনতা উল্লেখ করে তিনি জানান তার স্মৃতিফলক ও আসাদ গেট সংরক্ষণ করার দাবি জানান।

এ সময় তার পরিবার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

কিউটিভি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৩

▎সর্বশেষ

ad