ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘মেসি ও সুয়ারেজের সঙ্গে আরেকবার খেলতে চাই’

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৫ - ১১:৫৭:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেই বিশ্বকাপই নেইমারের শেষ বিশ্বকাপ। যদি ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের কথার নড়চড় না হয়। আরেকটি ইচ্ছাও আছে তার। সেটা আবার কী। দুই সাবেক সতীর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে এক ক্লাবে একই জার্সি গায়ে খেলতে চান। মানে, ফিরিয়ে আনতে চান বার্সেলোনার পুরোনো দিনগুলো।

ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করা নেইমার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি অন্তত চেষ্টাটা করব। ব্রাজিল দলে ফেরার জন্য প্রাণপণ চেষ্টা থাকবে আমার। কেননা, ২০২৬ বিশ্বকাপই আমার শেষ।’ শুধু জাতীয় দলেই নয়, ক্লাব ফুটবলেও অতীতমুখো হওয়ার আকাক্সক্ষা তার। ২০২৩ সালে পিএসজি থেকে সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়ার পর ক্লাবস্তরে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। চোটের কারণে বেশিরভাগ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে।

নেইমারের ভীষণ ইচ্ছা, যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে খেলবেন। তার কথায়, ‘মেসি ও সুয়ারেজের সঙ্গে আরেকবার খেলতে চাই। দারুণ হবে, না? ওরা আমার বন্ধু। প্রায়ই কথা হয়। আমরা তিনজন আবার একসঙ্গে খেললে ম্যাজিক হবে ম্যাজিক।’বর্তমান যদি বিষণ্ব তার বহতা নদী হয়, মানুষ তখন সুখমগ্ন অতীতে ডুব দেয়। নেইমারের কাছেও এখন হয়তো বার্সেলোনার দিনগুলো সবুজাভ হয়ে উঠেছে।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১১:৫৫

▎সর্বশেষ

ad