ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

শীতার্তদের মাঝে  উষ্ণতা ছড়িয়ে  দিলেন পুনাক সভানেএী-জান্নাতুল ফেরদৌস তুলি।

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৫ - ০৯:৫৭:২৮ পিএম

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি, রাতের আঁধারে শীতার্তদের মাঝে  উষ্ণতা ছড়িয়ে দিলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে খাগড়াছড়িতে অসহায় ছিন্নমূল ভাসমান শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে শীত বস্ত্র বিতরণ করলেন পুনাক সভানেএী জান্নাতুল ফেরদৌস তুলি।

এসময় খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সাধারন সম্পাদিকা  জেসমিন আক্তার, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর বনিয়াতুল মুছাইয়াদা বনি, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সদস্য সচিব  হাবিবা আক্তার রাখি, পুলিশ পরিদর্শক (নিঃ) কামরুন্নাহার লাইলী,সহ জেলা পুনাকের অন্যান্য নারী পুলিশ সদস্যবৃন্দ।

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক),সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি, বলেন, ”প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্য প্রবাহ অসহায়, দরিদ্র নিপীড়িত মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলে। তারা যাতে এই প্রকট শীতে কষ্ট না পায় সেজন্য পুনাকের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও এতিম শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলাম।

তিনি এ সময় আরো বলেন, সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ আছেন তাদেরও প্রকৃতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিৎ।  খাগড়াছড়ি জেলায় যেখানেই অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষ থাকবে সেখানেই পুনাকের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হবে। শীত বস্ত্র বিতরণের এই মহতী কার্যক্রম অব্যাহত থাকবে।

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad