
ডেস্ক নিউজ : বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মীরেরটেক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে বুধবার দুপুরে মৈষটেক এলাকায় অভিযান শুরু করে তিতাস কর্তৃপক্ষ। এসময় এক কিলোমিটার বিস্তৃত দুই শতাধিক বাড়ির প্রায় চারশ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার।
পরে মীরেরটেক বাজার সংলগ্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী ও দুর্বৃত্তরা সেখানে বাঁধা দেয় এবং তিতাসের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপসহ কর্মকর্তা-কর্মচারীদের এলোপাতাড়ি মারধর করে তারা। এসময় গুরুতর আহত হন তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন। তার নাক ফেটে রক্তক্ষরণ হয়।
এছাড়া অভিযান টিমের শ্রমিক, কর্মচারী ও পুলিশ সদস্যসহ আরও পাঁচজন আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপ-মহাব্যবস্থাপককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেয়া হয়। হামলার বিষয়্যে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ সময় সংবাদকে বলেন, ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে এলাকাবাসী ও দুর্বৃত্তরা হামলা করেছে।
হামলার শিকার হয়ে তিতাসের উপ-মহাব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন। এছাড়া কয়েকজন কর্মচারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। আইনগত ব্যবস্থা যা যা করা দরকার আমরা করব।’
কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৩