
শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলায় অমল দত্তের বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১ জানুয়ারী) ভুক্তভোগী অমল দত্ত এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১ টার সময় আটপাড়া শহরের কলেজ মোড় এলাকায় অমল দত্তের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসায় থাকা স্বর্ণ অলংকার নগদ টাকা সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আটপাড়া উপজেলা শাখার সভাপতি অমল দত্ত। অমল দত্তের সাথে যোগাযোগ করলে তিনি কান্না জড়িত কন্ঠে জানান, আমি এখন নিঃস্ব আমার সবকিছুই নিয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার সময় ১০/১৫ জন আমার বাসা থেকে স্বর্ণালংকার সহ প্রায় ২০ লাখ টাকা নিয়ে গেছে।
গতকাল বুধবার সকালে এব্যাপারে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, অমল দত্তের ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। ধারণা করা হচ্ছে ডাকাতির বিষয়টি রহস্যজনক।
কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২