বিপিএল মিউজিক ফেস্টে কতক্ষণ গাইবেন রাহাত ফতেহ আলী খান

Ayesha Siddika | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ - ০১:০৭:০৯ পিএম

ডেস্ক নিউজ : মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিপিএল মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানসহ দেশের বরেন্য সংগীতশিল্পীরা।

সাত ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মিউজিক ফেস্টে শুরুতে মঞ্চ মাতাবেন বাংলাদেশর জনপ্রিয় ব্যান্ড মাইলস, থাকবে সংগীতশিল্পী রাফা, জেফার, মুজা ও সঞ্জয়ের পরিবেশনা। তবে মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী। যাকে ৩ কোটি ৪০ লাখ টাকা খরচ করে এনেছে বিসিবি। স্বাভাবিকভাবেই তাই কৌতূহল কতক্ষণ মাঞ্চে সময় কাটাবেন ফহেত আলী।

বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠান শুরু হলেও সূচি অনুযায়ী রাহাত ফতেহ আলী খানের মঞ্চে আসার কথা রাত ৮টা ৩০ মিনিটে। এরপর তার ও তার দলের পরিবেশনা চলবে ১৮০ মিনিট ধরে। এর আগে গান গাইবেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও ব্যান্ড দল মাইলস।

রাফার সংগীত পরিবেশনের মাধ্যমে গানবাজনার পর্ব শুরু হয়ে যাবে আগেই। মাঝে সংক্ষিপ্ত বক্তৃতা পর্বের পর মঞ্চে আসবেন তিন শিল্পী—জেফার, মুজা ও সঞ্জয়। বিপিএলের থিম সংও থাকবে তাদের ৪০ মিনিটের পর্বে। এরপর এক ঘণ্টার পরিবেশনা নিয়ে মঞ্চে আসবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।

পরের মিনিট বিশেক বিপিএলের এভি প্রদর্শন ছাড়াও হবে সাউন্ড শো, টুর্নামেন্টের সাত ফ্র্যাঞ্চাইজির পতাকা প্রদর্শন, গ্রাফিতি অ্যানিমেশন, আতশবাজির উৎসব ও বিপিএলের ট্রফি প্রদর্শন। এরপরেই মঞ্চে আসবেন মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী খান। মূলত আজ তার এই কনসার্টের মধ্য দিয়েই বেজে উঠবে এবারের ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের ঝংকার।

 

 

কিউটিভি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:০৫

▎সর্বশেষ

ad