এবাদতের তিন উইকেটে জয় সিলেটের, ইয়াসিরের হাফ সেঞ্চুরি

Ayesha Siddika | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ - ০৪:০১:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : এনসিএল টি-টোয়েন্টির ষষ্ঠ দিনে এসে হাফ সেঞ্চুরি পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। যদিও হেরে গেছে তার দল।সিলেটের হয়ে তিন উইকেট পেয়েছেন এবাদত হোসেন। আগের দিন হৃদয় ভাঙলেও জয় পেয়েছে তাদের দল।  

একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে সিলেট বিভাগ। শুরুতে ব্যাট করে ১০৮ রানে অলআউট হয়ে যায় বরিশাল। ওই রান তাড়া করতে নেমে ৭ বল আগে জয় পায় সিলেট।  

বরিশালের হয়ে ৩০ বল খেলে এদিন সর্বোচ্চ ২৬ রান করেন ইফতেখার হোসেইন ইফতি। ২৬ বলে ২৫ রান আসে কামরুল ইসলাম রাব্বির ব্যাট থেকে। ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন এবাদত হোসেন, তিন উইকেট পান তোফায়েল আহমেদও।  

রান তাড়ায় নেমে সিলেটের ব্যাটাররাও খুব একটা সুবিধা করতে পারেননি। ১৩ বলে ২১ রান করে আউট হন তৌফিক খান তুষার। ৫৬ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর ৩০ বলে ১৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহফুজুর রাব্বি। বরিশালের হয়ে তিন উইকেট পান কামরুল ইসলাম রাব্বি।

মূল মাঠে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে চট্টগ্রাম। পরে ওই রান তাড়ায় নেমে ৭ বল আগেই জয় পায় খুলনা।  

চট্টগ্রামের হয়ে এদিন রান পান অধিনায়ক ইয়াসির আলি। ৬ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৬১ রান করে আল আমিন হোসেনের বলে এলবিডব্লিউ হন তিনি। ৩১ বলে ৩০ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে।  

রান তাড়ায় নামা খুলনার ওপেনার আজিজুল হাকিম তামিম ৩ ছক্কা ও সমান চারে ২৫ বলে ৩৬ রান করেন। শেষদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে ২০ ও জিয়াউর রহমান ৩৬ বলে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

 

 

কিউটিভি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad