ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

১১ বছর পর টি-টোয়েন্টিতে বিজয়ের সেঞ্চুরি

Ayesha Siddika | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ - ০৯:১০:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ৬৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে খুলনা ১৮০ রানের পুঁজি পেয়েছে। সিলেটে শুরুতে সাবধানী ব্যাটিংই করেছেন বিজয়। অন্য প্রান্তে ইমরুল কায়েস (১৪) এবং আজিউল হাকিম (১৮) সেভাবে সঙ্গ দিতে পারেননি। আর মোহাম্মদ মিঠুন তো রানের খাতাই খুলতে পারেননি।

তবে চতুর্থ উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে দারুণ এক জুটি গড়েন বিজয়। এই জুটি ৫২ বলে ৮৯ রান যোগ করে। ১৯তম ওভার শেষে ৮৮ রানে ব্যাট করছিলেন বিজয়। ২০তম ওভারের প্রথম বলে ছিলেন ননস্ট্রাইকে। দ্বিতীয় বলেই অবশ্য স্ট্রাইক পান তিনি। সেই বলে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান নব্বইয়ের ঘরে। চতুর্থ বলে দুই রান নিয়ে ৯৪ রানে পৌঁছে যান তিনি। শেষ দুই বলে সেঞ্চুরি পূর্ণ করতে ৬ রান লাগত বিজয়ের। কিন্তু পঞ্চম বলেই ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

৬৭ বলে খেলা ১০১ রানের অপরাজিত ইনিংসটি বিজয় সাজিয়েছেন ৫টি ছক্কা ও ১০টি চারে। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে এই সিলেটেই প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬৩ বলে ১০৫ রান করেছিলেন তিনি। খুলনার হয়ে এদিন অধিনায়ক সোহান ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। এবারের এনসিএল টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সেঞ্চুরি। আসরের প্রথম দিনেই ১০ ছক্কায় ৫৩ বলে শতক হাঁকিয়েছিলেন জিশান আলম। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad