ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

১১ বছর পর টি-টোয়েন্টিতে বিজয়ের সেঞ্চুরি

Ayesha Siddika | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ - ০৯:১০:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ৬৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে খুলনা ১৮০ রানের পুঁজি পেয়েছে। সিলেটে শুরুতে সাবধানী ব্যাটিংই করেছেন বিজয়। অন্য প্রান্তে ইমরুল কায়েস (১৪) এবং আজিউল হাকিম (১৮) সেভাবে সঙ্গ দিতে পারেননি। আর মোহাম্মদ মিঠুন তো রানের খাতাই খুলতে পারেননি।

তবে চতুর্থ উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে দারুণ এক জুটি গড়েন বিজয়। এই জুটি ৫২ বলে ৮৯ রান যোগ করে। ১৯তম ওভার শেষে ৮৮ রানে ব্যাট করছিলেন বিজয়। ২০তম ওভারের প্রথম বলে ছিলেন ননস্ট্রাইকে। দ্বিতীয় বলেই অবশ্য স্ট্রাইক পান তিনি। সেই বলে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান নব্বইয়ের ঘরে। চতুর্থ বলে দুই রান নিয়ে ৯৪ রানে পৌঁছে যান তিনি। শেষ দুই বলে সেঞ্চুরি পূর্ণ করতে ৬ রান লাগত বিজয়ের। কিন্তু পঞ্চম বলেই ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

৬৭ বলে খেলা ১০১ রানের অপরাজিত ইনিংসটি বিজয় সাজিয়েছেন ৫টি ছক্কা ও ১০টি চারে। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে এই সিলেটেই প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬৩ বলে ১০৫ রান করেছিলেন তিনি। খুলনার হয়ে এদিন অধিনায়ক সোহান ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। এবারের এনসিএল টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সেঞ্চুরি। আসরের প্রথম দিনেই ১০ ছক্কায় ৫৩ বলে শতক হাঁকিয়েছিলেন জিশান আলম। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad