ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

রাব্বির ঝড়ের পর হার সিলেটের, মুশফিক-হৃদয়ও জেতাতে পারেননি রাজশাহীকে

Ayesha Siddika | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ - ০৮:২৪:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : এনসিএল টি-টোয়েন্টির পঞ্চম দিন বিকেলের দুুটি ম্যাচই হয়েছে জমজমাট। ফেরার ম্যাচে রান পেলেও দলকে জেতাতে পারেননি তাওহীদ হৃদয় ও মুশফিকু রহিম। দুর্দান্ত এক ইনিংস খেলেও হারের দিকেই থাকতে হয়েছে মাহফিজুর রহমান রাব্বিকে।  

একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ৪ রানের জয় পেয়েছে চট্টগ্রাম। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান করে চট্টগ্রাম। পরে ওই রান তাড়ায় নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রানের বেশি করতে পারেনি রাজশাহী। ৫ ম্যাচে ৩ জয়ে টেবিলের তিন নম্বরে আছে চট্টগ্রাম।

টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রামের হয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনিংয়ে নামা মুমিনুল হক। ৫ চার ৩ ছক্কায় ৩৬ বলে ৫২ রান করেন তিনি। ২৯ বলে ৫৪ রান আসে ইরফান শুক্কুরের ব্যাটে। এছাড়া ১৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন শাহাদাৎ হোসেন দীপু। ৪ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন সাব্বির হোসেন।  

রান তাড়ায় নেমে রাজশাহীর হয়ে ৪ বলে ৪ রান করে আউট হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্য রান পান এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে ফেরা তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। ৬ ছক্কা ও ৩ চারে ৫০ বলে ৬৯ রান করেন হৃদয়। ৩১ বলে ৪৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাটে। কিন্তু তাদের রান জয়ের জন্য যথেষ্ট হয়নি। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন আহমেদ শরীফ।

মূল মাঠের আরেক ম্যাচে সিলেটের বিপক্ষে ১ রানের জয় পেয়েছে ঢাকা মেট্টো। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ঢাকা মেট্টো। পরে ওই রান তাড়ায় নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করে সিলেট। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ঢাকা মেট্টো। ঢাকা মেট্টোর পক্ষে ২৩ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন আবু হায়দার রনি। ৩৬ বলে ৩৯ রান আসে আনিসুল ইসলাম ইমনের ব্যাটে। সিলেটে হয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন নাঈম হোসেন সাকিব।  

রান তাড়ায় নেমে সিলেটের বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে রীতিমতো ঝড় তোলেন মাহফিজুর রাব্বি। ৩৯ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮২ রান করেন তিনি। কিন্তু অপরাজিত থেকে তার করা এই রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ ওভারে ২৩ রান দরকার ছিল সিলেটের। ওভারে তিন ছক্কা হাঁকালেও শেষ বলে তিন রান নিতে পারেননি রাব্বি। সিলেটে হয়ে এর বাইরে ২৬ বলে ২৮ রান করেন তৌফিক খান তুষার।  

 

 

কিউটিভি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad