ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সাক্ষাতের পর কারিনাপত্নী জানালেন মোদি কতক্ষণ ঘুমান

Ayesha Siddika | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ - ০৩:৪১:৩০ পিএম

বিনোদন ডেস্ক : গত ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে দিল্লিতে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। আর ওই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে গত মঙ্গলবার দিল্লিতে গিয়েছিল কাপুর পরিবার। জামাই সাইফ আলি খানও উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই আলাপচারিতার পর মোদিতে মুগ্ধ সাইফ। রাতে মাত্র তিন ঘণ্টা ঘুমান মোদি। ভোরে উঠে করেন যোগব্যায়াম, ধ্যান।  

দিল্লি থেকে ফিরে এক সাক্ষাৎকারে সাইফ জানান, যেদিন কাপুরদের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা করে, এর আগের দিনই সংসদ থেকে ফিরেছিলেন। সাইফ আলি খান ভেবেছিলেন, প্রধানমন্ত্রী হয়তো ভীষণ ক্লান্ত। কিন্তু ঘরে প্রবেশ করেই তিনি মিষ্টি হাসি দেন, এটা দেখার পর আর কোনো সংশয় কাজ করেনি তাদের। অভিনেতা প্রশ্ন করেছিলেন, ‘আপনি বিশ্রাম কখন নেন?’ উত্তরে মোদি জানান, তিনি মাত্র ৩ ঘণ্টা ঘুমান রাতে।

সাক্ষাতের সময় সাইফ আলির মা শর্মিলা ঠাকুর, তার ছেলে জেহ ও তৈমুরের খোঁজ নিয়েছেন মোদি। সাইফ বলেন, ‘আমার বাবার (মনসুর আলি খান পতৌদি) সঙ্গে দেখা করার স্মৃতিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী। আমাদের পরিবারকে যে সম্মান তিনি দিলেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আমার ছেলেদের জন্য আবার অটোগ্রাফও সই করে দিয়েছেন।’

কাপুর পরিবারের সঙ্গে মোদির কথোপকথনের ভিডিও প্রকাশ করা হয়েছে নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে। ওই ভিডিওতে সাইফকে বলেন, ‘আপনিই প্রথম প্রধানমন্ত্রী যার সঙ্গে আমি দেখা করার সুযোগ পেলাম। ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে দুই বার দেখা করলাম। দারুণ ইতিবাচক মানুষ এবং কঠোর পরিশ্রমী আপনি। আপনার কাজের জন্য শুভেচ্ছা রইল।’

সাইফ আলি খানের মুখে নিজের অতিথি আপ্যায়নের প্রশংসা শুনে পালটা রসিকতা করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি ভেবেছিলাম, তৃতীয় প্রজন্মের সঙ্গেও আমার দেখা হবে। কিন্তু আপনি তো তৃতীয় প্রজন্মকে নিয়ে এলেন না।’ মোদির কথায় সঙ্গে সঙ্গেই কারিনা বলেছিলেন, ‘আমি কিন্তু ওদের নিয়ে আসতে চেয়েছিলাম।’

 

 

কিউটিভি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad