জামায়াত সমর্থকদের ‘এমপ্লয়িজ লীগ’ নিয়ে বিভ্রান্তি

Ayesha Siddika | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ - ০৫:১০:১৩ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ রেলওয়েতে কর্মরত জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের ‘বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ’ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন রাজশাহীর যুবদল নেতাকর্মীরা। তারা এটি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ভেবে ব্যানার নামিয়ে ফেলেছেন। ব্যানারটিকে পা দিয়ে মাড়িয়েছেন। শনিবার রাত ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এমন ঘটনা ঘটেছে।

অথচ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনভুক্ত একটি সংগঠন। পরে অবশ্য ভুল বোঝাবুঝির অবসান হলেও যুবদলের নেতাকর্মীরা এ নাম পরিবর্তন করার ‘পরামর্শ’ দিয়েছেন। যদিও এই ট্রেড ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

রাতের ওই ঘটনা রাজশাহী মহানগর যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেলের ফেসবুক থেকে লাইভ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবদলের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করেন যে, রেলওয়ে এমপ্লয়িজ লীগ আসলে জামায়াতের কর্মী-সমর্থকদের সংগঠন। কিন্তু তারা কোনোভাবেই তা মানছেন না। ‘লীগ’ শব্দ থাকায় তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় আমিনুল ইসলাম নামের একজন ট্রেনচালক বলেন, ‘এই সংগঠন সারা দেশেই আছে। এটা ট্রেড ইউনিয়নের নাম। এই লীগ কিন্তু আওয়ামী লীগ না।’ তখন এক যুবদলকর্মী বলেন, ‘জামায়াতের কোনো জায়গায় ‘লীগ’ আছে বলে আমরা জানি না। জামায়াতের হলে জামায়াতই লেখা থাকবে।’

যুবদল নেতা আরিফুজ্জামান সোহেল বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে জামায়াতের একজন নেতা আমাকে ফোন করে বলেছেন যে এটা তাদের কর্মী-সমর্থকদের সংগঠন। আমরা বলেছি, ‘লীগ’ শব্দ রাখা যাবে না। সংগঠনের নাম পরিবর্তন করতে হবে।’ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের রাজশাহীর ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘সংগঠনের নাম পরিবর্তনের জন্য ইতোমধ্যে শ্রম অধিদপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু নাম পরিবর্তন খুব সহজ কাজ নয়। এর জন্য তো সময়ের প্রয়োজন।’

 

 

কিউটিভি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad