ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যাকে ইরানের বিশেষ দূত করতে পারেন ট্রাম্প

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ - ০১:৫৩:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা গ্রহণ করেই ওলটপালট শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারবাহিকতায় নিজের সাবেক গোয়েন্দাপ্রধান রিচার্ড গ্রেনেলকে ইরানের বিশেষ দূত করার কথা বিবেচনা করছেন তিনি।

এ বিষয়ে নাম না জানা দুজনের বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে। তাদের একজন বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই দৌড়ে আছেন।’

ট্রাম্প এখনো কাকে ইরানের রাষ্ট্রদূত করবেন এবং ইরান বিষয়ে তার নীতি কী হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি। গ্রেনেলেকে বেছে নেওয়ার বিষয়ে জানতে রয়টার্স থেকে ট্রাম্পশিবির এবং গ্রেনেলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো পক্ষ থেকেই সাড়া মেলেনি।

ইরান বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী হতে চলেছে, তা নিয়ে এখনো কোনো খবরও প্রকাশ পায়নি।

তবে সেখানে বিশেষ দূত হিসেবে নিজের গুরুত্বপূর্ণ একজন মিত্রকে পাঠানোর কথা বিবেচনা করার অর্থ, ট্রাম্প হয়তো ইরান সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী। ট্রাম্প এর আগে ইরানকে ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ট্রাম্পকে গুপ্তহত্যা করতে চেয়েছিল বলে যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ তুলেছিল। যদিও ইরান ওই অভিযোগ অস্বীকার করেছে।

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫৩

▎সর্বশেষ

ad