ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

বাড়বে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের শঙ্কা

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ১০:০৩:০৮ পিএম

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে, তবে আগামী মঙ্গল বা বুধবার থেকে আবার ধীরে কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে পরে পরে প্রায় সপ্তাহ খানেক তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রবিবার গণমাধ্যমকে বলেন, ‘১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ১৬ বা ১৭ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। ফলে সারা দেশে শীতের অনুভুতি কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।’

প্রথমদিকে রংপুর, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা ও মৌলভীজারের শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামীকাল। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। পরদিনও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।

অধিদপ্তর বলছে, আগামী বুধবার থেকে ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এতে সামনের দিনগুলোতে শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়তে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি।

কিউটিভি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৩

▎সর্বশেষ

ad