ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বাশার সরকারের পতন, দামেস্কের রাস্তায়-রাস্তায় উল্লাস

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ০৮:০৫:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের। রবিবার ভোরে বিমানে করে রাজধানী দামেস্কে ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের পতন হলো।

বাশার আল-আসাদের পালানোর খবর শুনে রাজধানী দামেস্কের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।

তারা নেচে-গেয়ে উল্লাস করছেন। পাশাপাশ ‘স্বাধীনতা’ নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

এদিকে, সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পরই গোষ্ঠীটি এই ঘোষণা দেয়।

রবিবার সকালে এইচটিএস এক টেলিগ্রাম পোস্টে বলে, স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়েছেন। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো।”

বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দিয়ে বলে, “আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দি সিরিয়ানরা এখন ঘরে ফিরতে পারবেন।”

“এটি হবে একটি ‘নতুন সিরিয়া’, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে”, জানায় এইচটিএস। সূত্র: আল-জাজিরা

কিউটিভি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad