ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

শত পার্থক্য থাকলেও আমরা সবাই এক পরিবারের সদস্য

Ayesha Siddika | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ - ১০:৫১:৪৯ পিএম

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে শত পার্থক্য থাকলেও, আমরা পরস্পরের শত্রু নই। অন্যান্য দাবি দাওয়া থাকলেও কথা বলা, কাজকর্ম ও ধর্মের অধিকারের জায়গায় সবাই এক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমীতে ধর্মীর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, আমাদের নানামত, ধর্ম ও রীতিনীতি থাকবে। তবে আমরা সবাই একই পরিবারের সদস্য। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই এক জায়গায়। যত দ্রুত সম্ভব আমাদের ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। এতো বড় দেশে কোনো ঘটনা ঘটতেই পারে, তবে দোষীকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দুর্গাপূজা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। তবে এখনও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে শুনতে পাচ্ছি। এ থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়, সেজন্য আলোচনায় বসেছি। প্রচারমাধ্যমে এই ইস্যু নিয়ে নানা তথ্য প্রচার হচ্ছে। একটির সঙ্গে আরেকটির তথ্যের ফারাক রয়েছে। সেখানে সঠিক তথ্য কীভাবে পাব তার ব্যবস্থা করতে হবে। আমরা আসল তথ্য জানতে চাই। এ সময় প্রকৃত তথ্য এবং সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মত বিদায় দিয়ে দিলাম, তা নয়। এটি দ্রুতই করতে হবে। ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকলে হবে না। এ সময় সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ, সত্য তথ্য কীভাবে সংগ্রহ করা যায়, সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। 

 

 

কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad