ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থনের প্রতিশ্রুতি কিমের

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৮:০০:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

শনিবার (৩০ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

যদিও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবারাহের অভিযোগ পশ্চিমাদের।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে, শুক্রবার পিয়ংইয়ংয়ে সফররত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দেখা করেন কিম জং উন। যেখান প্রতিরক্ষাসহ সব ক্ষেত্রে দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করেন।

কিম জং বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন, পশ্চিম এবং ইউক্রেনকে অবহিত করার জন্য একটি সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ। যারা বেপরোয়া সামরিক দুঃসাহসিকতার আশ্রয় নিচ্ছে, পরিস্থিতি ভিন্ন দিকে নিয়ে যেতে চায়, তাদের জন্য এটি রাশিয়ার কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিক্রিয়া।’

এছাড়াও রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে আধিপত্যের জন্য সাম্রাজ্যবাদীদের পদক্ষেপ হিসেবে সমর্থন করেন কিম।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায়, উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তির অংশ হিসেবে, দুই দেশ একে অপরকে সহায়তা দেবে এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এরপর সেপ্টেম্বর মাসে রাশিয়ায় দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশ দু’টির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ওই বৈঠকের পর উত্তর কোরিয়া রাশিয়ায় ১০ হাজারেরও বেশি গোলাবারুদের কন্টেইনার, স্ব-চালিত হাউইটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে।

এদিকে, পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া ১০ হাজার সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে।

সূত্র : এপি।

কিউটিভি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad