সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর উত্থানে কোণঠাসা সরকারি বাহিনী, ঘরবাড়ি ছাড়ছেন বাসিন্দারা

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৬:৪৩:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দিন ধরেই সিরিয়ার গুরুত্বপূর্ণ দুই প্রদেশ ইদলিব ও আলেপ্পোতে চলছে পাল্টাপাল্টি হামলা। এরই মধ্যে শহর দুটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস। এতে রীতিমতো কোণঠাসা হওয়ার অবস্থা আসাদ বাহিনীর।

হঠাৎ করে সংঘাত পুনরুজ্জীবিত হওয়ায় আবারও বাড়তে পারে বাস্তুহারা মানুষের সংখ্যা। গত কয়েকদিনে আলেপ্পো ও ইদলিবের সীমান্তবর্তী এলাকা ছেড়েছে প্রায় ১০ হাজারের বেশি পরিবার। অগ্রসর হচ্ছেন ইদলিবের উত্তরাঞ্চলের মারাত আল-আখওয়ানে অবস্থিত ক্যাম্পের দিকে। ক্যাম্পটিতে যাওয়া মানুষের এ সংখ্যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।
 
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হামলার ভয়ে আমার পরিবার এবং সন্তানদের নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। বছরের পর বছর আমরা ড্রোন, রকেট ও বিমান হামলার ভয়ে কাটিয়েছি। এখন নিরাপদে আবার বাড়ি ফিরতে পারলেই খুশি।’তিনি আরও বলেন, ‘আমরা প্রতিনিয়ত যুদ্ধের খবরের দিকে চোখ রাখছি। সৃষ্টিকর্তা চাইলে আসাদ সরকারের পতন হবে আর আমরা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারব।’
 
দীর্ঘ আট বছর পর বুধবার (২৭ নভেম্বর)  আলেপ্পোতে প্রবেশ করেই শহরটির বিভিন্ন জায়গায় একের পর এক হামলা চালাতে শুরু করে এইচটিএস। গোষ্ঠীটির চ্যানেলে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা থেকে শুরু করে শহরের নানা জায়গায় হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের প্রতিহতের চেষ্টা করলেও ধোপে টিকতে পারছে না আসাদ বাহিনী।
 

 

 

কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad