
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে দু দফায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে (ইউএনআইএফইএল) ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানায় তেহরান।
এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। শান্তিরক্ষীদের ওপর হামলায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে ফ্রান্স, ইতালি এবং স্পেনের নেতারা। লেবাননে অন্তত ৮০০ বেসামরিক কর্মীর পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অন্তত ৫০ দেশের নাগরিক অবস্থান করছেন। জাতিসংঘ বলছে, ইসরাইলের বেপরোয়া হামলায় শান্তিরক্ষীদের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি বাড়ছে।
ইরানের মুখপাত্র ইসরাইলের অপকর্মের অন্যান্য বিষয় যেমন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ ঘোষণা এবং জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলার বিষয়টিও বিশ্বকে স্মরণ করিয়ে দেন। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলকে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলকে হামলা বন্ধ করতে বলা হয়েছে।
কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৮