ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলায় তীব্র নিন্দা ইরানের

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০১:৫৮:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে দু দফায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে (ইউএনআইএফইএল) ইসরাইলি  বাহিনীর হামলার তীব্র নিন্দা জানায় তেহরান।

এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। শান্তিরক্ষীদের ওপর হামলায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে ফ্রান্স, ইতালি এবং স্পেনের নেতারা। লেবাননে অন্তত ৮০০ বেসামরিক কর্মীর পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অন্তত ৫০ দেশের নাগরিক অবস্থান করছেন। জাতিসংঘ বলছে, ইসরাইলের বেপরোয়া হামলায় শান্তিরক্ষীদের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি বাড়ছে।  

ইরানের মুখপাত্র ইসরাইলের অপকর্মের অন্যান্য বিষয় যেমন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ ঘোষণা এবং জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলার বিষয়টিও বিশ্বকে স্মরণ করিয়ে দেন। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলকে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলকে হামলা বন্ধ করতে বলা হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৮

▎সর্বশেষ

ad