ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

পবিত্রতার জন্য কাপড় কতবার ধুতে হয়?

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৬:০৬:২৭ পিএম

ডেস্ক নিউজ : কাপড় ধোয়ার জন্য দেখতে হবে যে নাপাকটি কী ধরনের? দৃশ্যমান নাকি অদৃশ্যমান। দৃশ্যমান যেমন মানুষ ও অন্যান্য প্রাণীর মল, প্রবাহিত রক্ত, বীর্য ইত্যাদি। যা কাপড়ের কোথায় লেগে আছে তা বোঝা যায় এবং ধোয়ার পর দূর হয়েছে কি না তাও বোঝা যায়। আর অদৃশ্যমান হলো প্রস্রাব, ওদি, মজি ইত্যাদি। যা কাপড়ে স্পষ্ট বোঝা যায় না।

যদি দৃশ্যমান নাপাক হয় তাহলে সেটা দূর করাই যথেষ্ট। সেটা পরিষ্কার করার জন্য যতবার ধোয়া দরকার ততবার ধুতে হবে। এমনকি পুরো কাপড় না যেখানে নাপাক লেগেছে শুধু সে অংশ ধুলেও হবে।
 
আর যদি নাপাক অদৃশ্যমান হয় এবং কোথায় লেগেছে তা জানা না যায় তাহলে পুরো কাপড় এমনভাবে ধুতে হবে যাতে ওই নাপাক চলে যায়। তবে এ ক্ষেত্রে আলেমগণ তিনবার ধোয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে তিনবার ধোয়া আবশ্যক না। নাপাক দূর হওয়া আবশ্যক।
 
নাপাক দৃশ্যমান হোক আর অদৃশ্যমান ধোয়া শেষে ভালো করে পানি নিংড়ানো আবশ্যক। ফোঁটা ফোঁটা করে যতক্ষণ পানি নিংড়ানো যায় তা করতে হবে। (ফতোয়া হিন্দিয়া ১/৪২)

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad