ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

মানবজাতির শ্রেষ্ঠ উপহার নবীজি

Ayesha Siddika | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ - ০৫:২৯:৪৭ পিএম

ডেস্ক নিউজ : মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ অর্থ: আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। (সুরা আম্বিয়া, আয়াত: ১০৭)

عَالَمِينَ শব্দটি عَالَم-এর বহুবচন। এর দ্বারা মানব-দানব-জীব-জড়সহ সবকিছুকেই বোঝায়। সুতরাং বিশ্ববাসী বলতে মহান আল্লাহ ছাড়া যা কিছু আছে, সবই এর অন্তর্ভুক্ত। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّمَا أَنَا رَحْمَةٌ مُهْدَاةٌ অর্থ: আমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। (ইবনু আসাকির)

হজরত আব্দুল্লাহ ইবনু ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّ اللَّهَ بَعَثَنِي رَحْمَةً مُهْدَاةً، بُعثْتُ بِرَفْعِ قَوْمٍ وَخَفْضِ آخَرِينَ অর্থ: মহান আল্লাহ আমাকে অনুকরণীয় রহমত হিসেবে পাঠিয়েছেন। আমি প্রেরিত হয়েছি অনুসারীদের মর্যাদাবান করার জন্য আর নাফরমানদের অবনত করার জন্য। (ইবনু আসাকির, মাআরিফুল কোরআন)

মোল্লা আলি কারি (রহ.) এ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন,

আমি মহান আল্লাহর পক্ষ থেকে সেই বিশেষ রহমত, যা আল্লাহ মানবজাতির জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। যারা মহান আল্লাহর এ উপহার গ্রহণ করবে তারা সফলতা লাভ করবে। আর যারা গ্রহণ করবে না তারা লাঞ্ছিত হবে।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমানদারদের আত্মিক সম্পর্ক স্থাপন হওয়া সহজাত চাহিদা। প্রত্যেক মুমিন তাদের জীবনের প্রতিটি বাঁকে বাঁকে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের মুখাপেক্ষী। মহান আল্লাহ সেই রহমতের ছায়া আমাদের চিরস্থায়ীভাবে নসিব করুন। কবি বলেন,

أمى ودقيقه دان عالم
بے سايه وسا ئبان عالم
অর্থ: তিনি নিরক্ষর কিন্তু গোটা বিশ্ববাসীর মহান শিক্ষক। সকল সূক্ষ্ম বিষয় উদ্ধার করতে পারেন। তিনি আশ্রয়হীন ছিলেন। কিন্তু গোটা জাতির জন্য ছিলেন ছায়া হয়ে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:২৮

▎সর্বশেষ

ad