ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

কঠিন বিপদে নবীজির শেখানো তিন গুরুত্বপূর্ণ দোয়া

Ayesha Siddika | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ - ০৯:০৮:৪২ পিএম

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

আল্লাহ বলেন, 
وَاسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ وَ اِنَّهَا لَکَبِیۡرَۃٌ اِلَّا عَلَی الۡخٰشِعِیۡنَ অর্থ: আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন। (সুরা বাকারা ৪৫)
 
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল বিপদের সময় নামাজে দাঁড়ানো। সাহাবি হোজাইফা (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন (সুনান আবু দাউদ ১৩১৯)। আমরা আল্লাহর নির্দেশ ও নবীজির অনুসরণ করে যে কোনো বিপদে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারি।
 
এছাড়াও, নবীজির শেখানো তিনটি দোয়া আমাদের সাহায্য করতে পারে
 
সহজ করার দোয়া:

اللَّهمَّ لا سَهْلَ إلَّا ما جعَلْتَه سَهلًا وأنتَ تجعَلُ الحَزْنَ سَهلًا إذا شِئْتَ উচ্চারণ: আল্লাহুম্মা লা সহলাহ ইল্লা মা জা’আলতাহ সহলান, ওয়ান্তা তাজ’আলুল হজনাস সহলান ইদা শিতা।

 
অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন। (সহিহ ইবনে হিব্বান)
 
আল্লাহই যথেষ্ট:
حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
 
অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন ইলাহ নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি আর তিনিই আরশের রব। (মুনজিরি, তারগিব ওয়াত-তারহিব)
 
হে চিরস্থায়ী:
 
 يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، وأَصْلِحْ لي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أبدا উচ্চারণ: ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, বিরাহমতিক আস্তাগিথু, ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহু, ওয়া লা তকিলনি ইলা নাফসি তরফাতা আইনের আবাদা।
 
অর্থ: হে চিরস্থায়ী, সব কিছুর ধারক ও রক্ষাকর্তা! আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই; আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্যও আমার ভার আমার নিজের ওপর দেবেন না।” (নাসাঈ ফিস-সুনান আল কুবরা)
 
এই তিনটি দোয়া বিপদ-আপদের সময় আমাদের সাহায্য করতে পারে।

 

 

কিউটিভি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad