ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মাসবুক ব্যক্তি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়বেন?

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ - ০৩:২৩:৪৭ পিএম

ডেস্ক নিউজ : মাসবুক বলা হয়, যিনি নামাজের জামাতে প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত পাননি, তিনি ইমামের সঙ্গে প্রথম বৈঠকে শরিক হলে তাশাহহুদ পড়বেন। যদিও তার দুইরাকাত পূর্ণ হয়নি, এরপরও ইমামকে অনুসরণ করে তিনি তাশাহহুদ পড়বেন।

ইবরাহিম নাখঈ (রহ.) থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, যে মাসবুক ব্যক্তি প্রথম রাকাত থেকে ইমামের সঙ্গে শরিক হতে পারেনি, সে যেমন ইমামের প্রতি বৈঠকে ইমামের সঙ্গে বসবেন, প্রতি বৈঠকে তাশাহহুদও পড়বেন। (কিতাবুল আসার লিল ইমাম মুহাম্মাদ: ১৩১)
 
প্রথম বৈঠকে ইমামের সাথে শরিক হওয়ার পর মুক্তাদির তাশাহহুদ পাঠ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে মুক্তাদি তাশাহহুদ পূর্ণ করার পরই দাঁড়াবে। তবে কেউ যদি তাশাহহুদ না পড়েই ইমামের সাথে দাঁড়িয়ে যায় তার নামাজও হয়ে যাবে।
 
মাসবুক ব্যক্তি ইমামের নামাজ শেষ হওয়ার পর ইমামের সাথে সালাম ফেরাবে না। ইমামের দুদিকে সালাম ফেরানো হলে উঠে দাঁড়াবে এবং যথারীতি বাকি নামাজ আদায় করে শেষ বৈঠক করে সালাম ফেরাবে। মাসবুকের শেষ বৈঠক মূলত সেটিই।
 
ইমামের শেষ বৈঠকে মাসবুক শুধু তাশাহুদ পড়বে। দরুদ ও দোয়া মাসুরা পড়বে না। অনেকে বলেছেন, ইমামের সাথের শেষ বৈঠকে মাসবুক ধীরে ধীরে তাশাহুদ পড়বে। এতটা ধীরে যেন তার তাশাহুদ পড়া শেষ হতে হতে ইমাম তাশাহুদ শেষ করে দরুদ ও দোয়া মাসুরাও শেষ করে ফেলতে পারে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad