ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

মাসবুক ব্যক্তি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়বেন?

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ - ০৩:২৩:৪৭ পিএম

ডেস্ক নিউজ : মাসবুক বলা হয়, যিনি নামাজের জামাতে প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত পাননি, তিনি ইমামের সঙ্গে প্রথম বৈঠকে শরিক হলে তাশাহহুদ পড়বেন। যদিও তার দুইরাকাত পূর্ণ হয়নি, এরপরও ইমামকে অনুসরণ করে তিনি তাশাহহুদ পড়বেন।

ইবরাহিম নাখঈ (রহ.) থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, যে মাসবুক ব্যক্তি প্রথম রাকাত থেকে ইমামের সঙ্গে শরিক হতে পারেনি, সে যেমন ইমামের প্রতি বৈঠকে ইমামের সঙ্গে বসবেন, প্রতি বৈঠকে তাশাহহুদও পড়বেন। (কিতাবুল আসার লিল ইমাম মুহাম্মাদ: ১৩১)
 
প্রথম বৈঠকে ইমামের সাথে শরিক হওয়ার পর মুক্তাদির তাশাহহুদ পাঠ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে মুক্তাদি তাশাহহুদ পূর্ণ করার পরই দাঁড়াবে। তবে কেউ যদি তাশাহহুদ না পড়েই ইমামের সাথে দাঁড়িয়ে যায় তার নামাজও হয়ে যাবে।
 
মাসবুক ব্যক্তি ইমামের নামাজ শেষ হওয়ার পর ইমামের সাথে সালাম ফেরাবে না। ইমামের দুদিকে সালাম ফেরানো হলে উঠে দাঁড়াবে এবং যথারীতি বাকি নামাজ আদায় করে শেষ বৈঠক করে সালাম ফেরাবে। মাসবুকের শেষ বৈঠক মূলত সেটিই।
 
ইমামের শেষ বৈঠকে মাসবুক শুধু তাশাহুদ পড়বে। দরুদ ও দোয়া মাসুরা পড়বে না। অনেকে বলেছেন, ইমামের সাথের শেষ বৈঠকে মাসবুক ধীরে ধীরে তাশাহুদ পড়বে। এতটা ধীরে যেন তার তাশাহুদ পড়া শেষ হতে হতে ইমাম তাশাহুদ শেষ করে দরুদ ও দোয়া মাসুরাও শেষ করে ফেলতে পারে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad