ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ভারত-বাংলাদেশ টেস্ট, নজর থাকবে যাদের ওপর

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ - ১২:০৯:১৫ এএম

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত কোনও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। তবুও এবার টাইগারদের বেশ সমীহ করছে ভারত। ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে ম্যাচ খেলা বেশ চ্যালেঞ্জিং বটে, তবুও হাল ছাড়বে না সাকিব-শান্তরা।  

প্রথম ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামবে দ’দল। তবে এই ম্যাচে বাড়তি নজর থাকবে দুই দলের কিছু ক্রিকেটারের ওপর। সবারে আগে বাড়তি নজর থাকবে বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা ওপর। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গতির ঝড় তুলেছেন এই পেসার। ৬ ফুটেরও বেশি উচ্চতার এই বোলারকে নিয়ে তাই একটু সতর্কই থাকবে ভারত। এছাড়া দুই দলের যেসব ক্রিকেটার আলোচনায় থাকতে পারে, চলুন দেখে নেই এক নজরে।  
 
নাহিদ রানা: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে রীতিমতো গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। সর্বোচ্চ ১৫২ কিলোমিটার গতিতেও তিনি বল করেছেন। পাকিস্তানের ব্যাটাররাও তাকে সামলাতে হিমসিম খেয়েছে। দুই ম্যাচে নিয়েছে ৬ উইকেট। তার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। ভারতের উইকেটেও গতির ঝড় তুলতে পারেন এই বোলার। 
 
লিটন দাস: সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে লিটন দাস ছিলেন দারুণ ছন্দে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পাননি। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন ৫৬ রান। দ্বিতীয় ম্যাচে তিনি করেছেন ১৩৮ রান। এই ম্যাচেও তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি। 
 
ভারতের বিপক্ষেও তার অতীত রেকর্ড খারাপ নয়। মোট ৮টি ইনিংস খেলেছেন ভারতের বিপক্ষে। ৩৭.৯ গড়ে মোট রান করেছেন ২৬৫। তবে ভারতের বিপক্ষে লিটনের রয়েছে মাত্র একটি হাফ-সেঞ্চুরি। মোট ৮ ইনিংসে ৩৫৫ বল খেলেছেন তিনি। ৩৯টি চারের সাথে মেরেছেন দুটি ছক্কা। এক ইনিংসে তার সর্বোচ্চ ৭৩ রান।
 
মুশফিকুর রহিম: নজর থাকবে মুশফিকুর রহিমের ওপরেও। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১৯১ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন এই ব্যাটার। এছাড়া ভারতের বিপক্ষে টেস্টে মোট ১৫টি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। মোট ১,১৪৪ বল খেলে ৬০৩ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। দুই হাফ-সেঞ্চুরির সাথে রয়েছে দুটি সেঞ্চুরি। তার গড় রান ৪৩.১। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ১২৭। ১৫ ইনিংসে ৮৩টি চার ও ৫টি ছক্কা মেরেছেন মুশফিকুর রহিম।
 
সাকিব আল হাসান: সবশেষ পাকিস্তান সিরিজে ব্যাট হাতে খুব একটা পারফর্ম করতে পারেননি সাকিব। তবে বল হাতে দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তবে ভারতের বিপক্ষে তার অতীত ইতিহাস খুব একটা খারাপ নয়। 
 
ভারতের বিপক্ষে টেস্টে মোট ১৪ ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। ২৬.৯ গড়ে ৬৭৬ বল খেলে মোট রান করেছেন ৩৭৬। রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৮৪। ৪৭টি চারের সঙ্গে ছয় মেরেছেন ৮টি। 
 
বল হাতেও ভারতের বিপক্ষে বেশ সফল এই অলরাউন্ডার। ১২ ইনিংসে ২২৬.১ ওভার বল করে ৭৯৭ রান খরচায় মোট ২১টি উইকেট নিয়েছেন সাকিব। এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন একবার, ২০১০ সালে। 
 
মেহেদী হাসান মিরাজ: বাড়তি নজর থাকবে মেহেদী হাসান মিরাজেও ওপরেও। ভারতের বিপক্ষে টেস্টে মোট ১০টি ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। ৪৪৫ বল খেলে ১৮.৮ গড়ে তার মোট রান ১৮৮। রয়েছে একটি হাফ-সেঞ্চুরি। এক ইনিংসে সর্বোচ্চ রান ৫১। ৩১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন মেহেদী। 
 
অন্যদিকে ভারতের বিপক্ষে বল হাতে ৭ ইনিংসে মোট ১৫৭.৫ ওভার বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ৬৪০ রান খরচায় উইকেট নিয়েছেন মোট ১৪টি। তার ইকোনমি রেট ৪.০৫। এই ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন একবার। 
 
সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজেও ছিলেন অনবদ্য। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে হয়েছেন ম্যান অব দ্যা সিরিজ। প্রথম টেস্টে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এক ইনিংসে। সেই ইনিংসেই খেলেছেন ৭৭ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচেও এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে খেলেছেন ৭৮ রানের দারুণ এক ইনিংস। 
 
রোহিত শর্মা: বাংলাদেশের বিপক্ষে মাত্র মাত্র দুটি টেস্ট খেলেছেন রোহিত শর্মা। ৩ ইনিংসে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেননি। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালো। সবশেষ দলকে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। 
 
বিরাট কোহলি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ভারতের বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে মোট ৯ ইনিংসে করেছেন ৪৩৭ রান। কোনও হাফ-সেঞ্চুরি না থাকলেও রয়েছে দুটি সেঞ্চুরি। তারমধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি। এই ইনিংসে সর্বোচ্চ রান ২০৪। তাই এই সিরিজে তার ওপর থাকতে পারে বাড়তি নজর। 
 
রবীন্দ্র জাদেজা: ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে মোট ১৪৮ রান করেছেন তিনি। রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ৬ উইকেট। অন্যান্য দলের বিপক্ষে চলতি বছরে খেলেছেন ৭টি ইনিংস। রান করেছেন ২৩২। সর্বোচ্চ ১১২ রানের একটি ইনিংস রয়েছে তার।
 
কুলদীপ যাদব: বর্তমানে ভারতের অন্যতম স্পিনার কুলদীপ। বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে একটি মাত্র টেস্ট তিনি খেলেছিলেন। সেই এক ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছিলেন ৮ উইকেট। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজেও তিনি হয়ে উঠতে পারেন ভয়ংকর। এছাড়া চলতি বছর অন্যান্য দলের বিপক্ষে তিনি খেলেছেন ৮টি ইনিংস। উইকেট নিয়েছেন ১৯টি।

যশপ্রীত বুমরাহ: ভারত-বাংলাদেশ সিরিজে নজর থাকবে জসপ্রীত বুমরাহ’র ওপরেও। বলতে গেলে বর্তমানে ভারতের সেরা পেসার তিনি। অন্যান্য দলের বিপক্ষে চলতি বছরে ১০ ইনিংসে ২৭টি উইকেট নিয়েছে বুমরাহ। বাংলাদেশের বিপক্ষেও যেকোনও সময় তিনি জ্বলে উঠতে পারেন। 

 

কিউটিভি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১২:০০

▎সর্বশেষ

ad