
ডেস্ক নিউজ : এ ইবলিস বা শয়তান মানুষের অপ্রকাশ্য শত্রু। শয়তান মূলত মানুষের অন্তরে সন্দেহ ও কপটতা সৃষ্টি করে। মানুষের বিশ্বাসকে দুর্বল করতে ও তাদের পথভ্রষ্ট করতে চেষ্টা করেন।
মানুষের চির শত্রু এ শয়তানকে কোনো নবী সরাসরি দেখেছিলো কি না, এ বিষয়ে আজ জানবো আমরা। প্রথমত বিষয় হচ্ছে, এ বিষয়ে জানলে বা না জানলে কোনো ফায়দা নেই। এসব বিষয়ে শয়তানই মানুষের মনে প্রশ্ন জাগ্রত করে। এটা কবরেরও কোনো প্রশ্ন না যে জানতেই হবে।
শয়তান সরাসরি কোনো নবীর সঙ্গে সাক্ষাৎ করেনি। শয়তান বা ইবলিস নবী আদমের সাথে সরাসরি যোগাযোগ করেননি, বরং তাকে সরাসরি বিপথগামী করার চেষ্টা করেছে। শয়তান বিভিন্ন নবীদের সামনে বিভিন্ন আকৃতিতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছে। কিছু ঐতিহাসিক ঘটনা ও কাহিনীতে উল্লেখিত হয়েছে যে শয়তান বিভিন্ন আকৃতিতে বা কৌশলে নবীদের সামনে উপস্থিত হয়েছিল।
যেমন নবী ইব্রাহিম (আ.) কে আল্লাহ জীবনের বিভিন্ন কঠিন পরীক্ষার সম্মুখীন করেন, যেমন তার পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি দেওয়ার আদেশ। শয়তান এই সময়ে নবী ইব্রাহিম (আ.) কে ধোঁকা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। তবে, নবী ইব্রাহিম (আ.) তার দৃঢ় ঈমান ও আনুগত্যের মাধ্যমে শয়তানের প্রলোভন প্রতিরোধ করেছিলেন।
কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১২






