সালাহউদ্দিন আহমেদঃ ভারতে প্রায় এক দশক অন্তরিণ জীবনের কথা

superadmin | আপডেট: ১৭ জুন ২০২৪ - ১০:০৪:৫১ পিএম

সালাহউদ্দিন আহমেদঃ ভারতে প্রায় এক দশক অন্তরিণ জীবনের কথা

সমুদ্র কন্যা কক্সবাজারের দইজ্জার কুলের মানুষ সালাহ উদ্দিন আহমেদ। একজন মেধাবী ছাত্র হয়েও কলেজ জীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে ছাত্র রাজনীতি শুরু করেন। মেধার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তিনি ভর্তি হোন ৮০ এর দশকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মো: মোহসিন হলের আবাসিক ছাত্র সালাহউদ্দিন আহমেদ ক্যাম্পাস ভিত্তিক শুধু রাজনীতি নয়, জাতিয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রিয় কমিটিতে তিনি সহ- সভাপতির দায়িত্ব পালন করেছেন সাহসিকতা ও দক্ষতার সংগে।

এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তার ছাত্রত্ব সমাপ্ত হলে তিনি আইন পেশা শুরু করেন। এরপরে ৮৮ সালের শেষে বিসিএস এডমিন ক্যাডারে উত্তির্ন হয়ে রাজশাহীতে মাজিস্ট্রেট এর চাকুরি শুরু করেন।

৯০ এরশাদের পতন এবং ৯১ এ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সালাহুদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-১ এর দায়িত্ব গ্রহন করেন।

সুর্যের আলো যারে হাতছানি দেয় প্রদীপের আলো তারে ধরে রাখতে পারেনা। এই ৫ বছরে সরকারি দায়িত্ব পালন শেষে সরকারের মেয়াদান্তে তিনি চাকুরি থেকে ইস্তফা দিয়ে এমপি নির্বাচিত হন কক্সবাজার -১, চকোরিয়া – পেকুয়া আসন থেকে।

এরপরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি জাতীয় রাজনীতির ময়দানে। ৯৬ ও ২০০১ এ তিনি আবারও এমপি নির্বাচিত হন। ২০০১ এ বিএনপি সরকারের গুরুত্বপুর্ন যোগাযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রির দায়িত্ব লাভ করেন। একজন তরুনতম মন্ত্রী হিসাবে যোগাযোগ ব্যাবস্থায় আমুল পরিবর্তন ঘটান। সেই সংগে পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপক উন্নয়ন সাধন করেন।

২০০৭ এ সেনা সমর্থিত ১/১১ এর সরকার তাকে কারারুদ্ধ করে। তার অবর্তমানে তার স্ত্রী হাসিনা আহমেদ ৯ম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়ে আসেন।

এর পর শুরু হয় ভিন্ন এক কাহিনী। বিএনপির সকল নেতাগন যখন কারারুদ্ধ চলমান আন্দোলন কে বেগবান করতে সালাহউদ্দিন আহমেদ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেন কঠিন পরিস্থিতি মোকাবেলা করে।

এরই এক পর্যায়ে তিনি নিখোজ হন। কিছুদিন পর তাকে উদ্ভ্রান্তের মত মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া যায় ভারতের মেঘালয় রাজ্যের শিলং এ।

প্রায় ১০ বছর যাবত তিনি এখনো নির্বাসিত জীবন যাপন করছেন শিলং এ। আইনী জটিলতায় তিনি দেশে ফিরে আসতে পারছেন না। এক অমানবিক জীবন নিয়ে তিনি দেশে ফেরার প্রহর গুনছেন।

গত ২ জুন ২০২৪ খৃস্টাব্দে মেঘালয়ের রাজধানী পাহাড়ের উপরে শিলং এর সানরাইজ গেস্ট হাউজে আমার প্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় সালাহউদ্দিন ভাইয়ের সংগে সাক্ষাত করি। ধীর্ঘ আলাপচারিতায় বের হয়ে আসে বেদনার্ত অনেক কথা। কথার পিছনের কথা।

সালাহউদ্দিন আহমেদ এর সার্বিক অবস্থা তুলে ধরে ধারাবাহিক ভাবে কয়েকটি কুইকনিউজবিডি.কমে প্রকাশিত হবে। আপনারা সংগেই থাকুন।

 

লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে চারটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত পাঠক মহলে। গঠনমূলক ও ইতিবাচক লেখনীতে তিনি এক নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন।

লেখা কাল : ০৭/০৬/২০২৪ খৃস্টাব্দ।

বিপুল/১৭.০৬.২০২৪/ রাত ৯.৫১

▎সর্বশেষ

ad