স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানের জয়ের পর একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জানিয়েছেন টাইগারদের শুভকামনা।
ফেসবুকে মাশরাফি লিখেছেন, সেটি ছিল ২০০৮ সাল এবং সেই ম্যাচে সাকিব পরে ক্যাপ্টেন হিসেবে দলের দায়িত্ব নেয়। আজ সাকিব আবার পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। যার কারণে একটা বড় রান করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে রিয়াদ ও জাকের আলীর কথা বলতেই হবে। তারা দুজনও সিচুয়েশন অনুযায়ী যা দরকার ছিল সেটাই করেছে।
বোলিং ইউনিট নিয়ে মাশরাফি বলেন, বোলিংয়ে পুরো দল হিসাবে আবারও দারুণ পারফরম্যান্স। দিন দিন রিশাদ স্বস্তির জায়গা হয়ে উঠছে। মোস্তাফিজ ও তানজিম সাকিব অসাধারণ। তাসকিনের কথা আসলেই আলাদা করে বলা উচিত, বিগত দুই বছরে এই ফরম্যাটে বুমরাহর পর সম্ভবত সে বিশ্বের সেরাদের কাতারে। এই বিশ্বকাপ সত্যিই আমাদের জন্য বিশাল সুযোগ। এত স্লো উইকেটে খেলা যেটা, আমরা সব সময় আশা করি।
সাকিবকে টুপিখোলা অভিবাদন জানিয়ে মাশরাফি লেখেন, এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়, আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সঙ্গে পুরো দলকে অভিনন্দন।
কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৪:৫০