
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ জুন) জি-৭ শীর্ষ সম্মেলনের একপর্যায়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বলতে বলতেই তাকে হঠাৎ ‘স্যালুট’ দিয়ে বসেছেন জো বাইডেন। আবার বিশ্বনেতারা যখন ছবি তোলার জন্য একসঙ্গে দাঁড়িয়েছিলেন, তখন বাইডেনকে দেখা যায় অন্যদিকে ঘুরে কয়েক কদম হেঁটে যেতে।
অনেকের মতে, ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট মূলত তার বার্ধক্যজনিত কারণেই বিপাকে আছেন। এটি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও তার জন্য এক বড় বাধা। তবে জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কয়েক কদম হাঁটার পর তাকে ‘স্যালুট’ দিয়ে বসার ঘটনায় সামাজিক মাধ্যমে বাইডেনকে নিয়ে হাসি-ঠাট্টা করছেন অনেকেই।
এদিকে, এই ‘স্যালুটকাণ্ডের’ পর ছবি তোলার জন্য একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন বিশ্বনেতা। এ সময় দেখা যায়, বাইডেন সবার সঙ্গে না দাঁড়িয়ে অন্যদিকে ঘুরে ধীর পায়ে হাঁটা শুরু করেছেন। যদিও পরে মেলোনি গিয়ে তাকে ফেরান এবং সবার সঙ্গে দাঁড় করান।
এ ঘটনার ভিডিও এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নানা রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।
কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/দুপুর ১:৫৮