
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয়েছে কোনো মুসলিম প্রতিনিধি ছাড়াই। রোববার দেশটির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি। তার সঙ্গেই শপথ নেন আরও ৭১ জন মন্ত্রী। যে তালিকায় একাধিক রাজ্য, জাতির প্রতিনিধিরা থাকলেও দেশের ২০ কোটি মুসলিম জনসংখ্যার কারও ঠাঁই হয়নি। বিষয়টি নিয়ে খুব একটা অবাক হননি অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
সাবেক উপরাষ্ট্রপতির একটি উক্তি উল্লেখ করে বলিউডের কিংবদন্তী এ অভিনেতা বলেন, হামিদ আনসারি বলেছিলেন, দেশের মুসলিম নাগরিকদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। আমাদের বুঝতে হবে যে, একা হিন্দু বা একা মুসলিম কিছুই করতে পারবে। যা করার, আমাদের একসঙ্গে করতে হবে। মোদির মাথায় মুসলিমদের ফেজ টুপি দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন বর্ষীয়ান এ অভিনেতা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যতটা ভালো ভেবেছিলেন, অতটা ভালো অভিনেতা নন। তার হাসি এবং কুমিরের কান্না আমার মনে কোনোদিন জায়গা তৈরি করতে পারে নি। তবে তার মুসলিম বিদ্বেষ স্পষ্ট বোঝা যায়। ২০১১ সালের একটি অনুষ্ঠানে মসজিদের কিছু ইমাম তাকে স্কালক্যাপ উপহার দিয়েছিলেন। আর সেটা দেখে তিনি হাসি মুখেই নাক সিঁটকিয়ে ছিলেন। পরে তিনি সেটা পরতে অস্বীকারও করেন। সেই স্মৃতি ভোলার নয়। মুসলিমদের প্রতি তাদের বিদ্বেষ এবার শেষ হওয়া উচিত।
বিভিন্ন রাজনৈতিক প্রচারে গিয়ে বারবার মাথায় নানা ধরনের প্রাদেশিক মুকুট পরেন মোদি । কখনও শিলং -এ গিয়ে সেখানকার আঞ্চলিক মুকুট পরেছেন। কখনও আবার হিমাচলপ্রদেশের গিয়ে সেখানকার টুপি পরেছেন। । তার মুসলিমদের প্রতি এত বিদ্বেষ কেন, তিনি যদি সেদিন সেই টুপি পরতেন, তা হলে মুসলিমদের কাছে এই বার্তা যেত যে তিনি সবার সঙ্গেই আছেন। আমি একবার তাকে এই টুপি পরতে দেখতে চাই।
কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/দুপুর ১:৫২