
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি নেপাল-নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস।
আসরের প্রথম ম্যাচে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জিততে পারেনি কানাডা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় ৭ উইকেটে।
দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই করে ওমান-নামিবিয়া। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে জয় পায় নামিবিয়া।
গতকাল বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকা।
আজ সকালে উগান্ডাকে ৫৮ রানে অলআউট করে ১২৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।
কিউটিভি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ১১:৪৪