ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

আর্জেন্টিনার পচেত্তিনোর বদলি ইতালি থেকে খুঁজে নিল চেলসি

Anima Rakhi | আপডেট: ০৪ জুন ২০২৪ - ০২:৩৩:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ টেবিলে চেলসিকে এক মৌসুমে ১২ নম্বর থেকে টেনে ছয়ে তুলেছিলেন আর্জেন্টাইন কোচ  মরিসিও পচেত্তিনো। তবু মালিকপক্ষের মন ভরাতে পারেননি। মৌসুম শেষ হতেই এই কোচকে বিদায় করে চেলসি। এবার তার উত্তরসূরি হিসেবে ইতালির এনজো মারেসকাকে বেছে নিয়েছে ক্লাবটি।

সোমবার (৩ জুন) এক বিবৃতিতে মারেসকাকে পাঁচ বছরের চুক্তিতে হেড কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেয় চেলসি। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুপক্ষ সম্মত থাকলে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়ে নিতে পারবে।

ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার সিটির এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের কোচ হিসেবে যাত্রা শুরু হয় মারেসকার। ২০২০-২১ সালে সে পদে দায়িত্ব পালনের পর নিজ দেশ ইতালিতে চলে যান তিনি। সেখানে পার্মার হেড কোচের দায়িত্ব কাঁধে নেন।

২০২২ সালে আবার ম্যানচেস্টার সিটিতে ফেরেন মারেসকা। এবার পেপ গার্দিওলার সহকারী হিসেবে মূল দলের সঙ্গে কাজ করার সুযোগ হয় তার।

গত বছরের জুনে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত লেস্টার সিটির ডাগআউটে দাঁড়ান মারেসকা। তার অধীনে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে লেস্টারকে প্রিমিয়ার লিগে ফেরান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

চেলসির মতো ক্লাবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মারেসকা। চেলসির ওয়েবসাইটের সঙ্গে আলাপে মারেসকা বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্লাব চেলসিতে কাজ করতে পারা যেকোনো কোচেরই স্বপ্ন। তাই আমি এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।’

কিউটিভি/অনিমা/০৪ জুন ২০২৪,/দুপুর ২:৩৩

▎সর্বশেষ

ad