![](https://quicktvbd.com/wp-content/uploads/2024/05/8-7.png)
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে এ প্রদিপ্যাদে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ সিভিল সার্জন সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে নওগাঁ সিভিল সার্জনের বাস্তবায়নে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওগাঁ সিভিল সার্জন ডা. মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আনোয়ারুল কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকর প্রমূখ। পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ৬জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৪,/বিকাল ৪:২৫