
স্পোর্টস ডেস্ক : গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ মে) আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। বসুন্ধরার হয়ে গোল করেছেন রবসন দি সিলভা রবিনহো, দোরিয়েলতন গোমেস এবং মোহাম্মদ ইব্রাহিম।
কয়েকদিন আগেই লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। এবার আরেকটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তারা। ফেডারেশন কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে মোহামেডানের। ম্যাচের ২১ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে দেন রবিনহো। প্রথম হাফে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সদ্য প্রিমিয়ার লিগ শিরোপা জেতা বসুন্ধরা।
দ্বিতীয় হাফেও আক্রমণের ধারা বজায় রাখে তারা। ৭১তম মিনিটে আবাহনী ম্যাচ থেকে ছিটকে যায় দোরিয়েলতন গোমেসের গোলে। আর যোগ করা সময়ের সপ্তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঢুকান। ফেডারেশন কাপের সবচেয়ে সফল দল আবাহনী। ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। মোহামেডানের সুযোগ থাকবে বসুন্ধরাকে হারিয়ে আবাহনীর সমান শিরোপা জেতার। আর বসুন্ধরার সামনে সুযোগ তৃতীয় বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জেতার।
কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ৯:০৫