
আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ব্লিঙ্কেন বলেন, ‘এবারের অস্ত্র সহায়তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সত্যিকারের একটা পার্থক্য তৈরি করবে।’এর আগে কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের মতের অমিলের কারণে সামরিক সহায়তা প্যাকেজটি আটকে যায়। যা গত এপ্রিলে অনুমোদিত হয়েছিল। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনে তাদের হামলা বাড়িয়েছে। কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোসহ উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে একটি নতুন ফ্রন্টলাইন খুলেছে মস্কো।
ব্লিঙ্কেন বলেন, একটি শক্তিশালী, সফল, সমৃদ্ধ, মুক্ত ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য উপযুক্ত জবাব হিসেবে গণ্য হবে। ব্লিঙ্কেন আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেন তার নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়াবে; সেটা সামরিক, অর্থনৈতিক এবং গণতান্ত্রিকভাবে। ওয়াশিংটন তার অপেক্ষায় আছে।
কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪০