কারও পরামর্শে নয়, নিজেদের প্রয়োজনে শ্রম আইন সংশোধন: আইনমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৪ - ০৫:৪৭:২৮ পিএম

ডেস্ক নিউজ : কারও (বিদেশি) পরামর্শে নয়, নিজেদের প্রয়োজনে শ্রম আইনে সংশোধন করছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শ্রম আইন সংশোধনের বিষয়ে আজকে আমাদের আলোচনা শেষ হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা এ বিষয়ে কিছু সাজেশন দিতে চায়। সাজেশনগুলো মূলত তারা এই কারণে দিতে চেয়েছিল, যে আইনটি হচ্ছে, সেটি যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন, আইএলও’র কমিটি অব এক্সপার্টের সাজেশনগুলো যাতে কমপ্লায়েন্ট হয়, সেই বিষয়ে তাদের বক্তব্য ছিল।

তিনি বলেন, কিছু কিছু বিষয় আছে ত্রিপক্ষীয় কমিটি সিদ্ধান্ত নেবে। তাদের বক্তব্য নোট করেছি, তাদের বক্তব্য সেখানে তুলে ধরব। সেখানে আলোচনার মাধ্যমে আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে, সেই সিদ্ধান্ত আমরা নেব। কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য এ বিষয়ে আমি বিস্তারিত বলব না। কারণ বিস্তারিত বলতে গেলে হয়তো আমি কোথাও ভুল করব, সেজন্য আমি বলব না।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/বিকাল ৫:৪৫

▎সর্বশেষ

ad