লুৎফুন্নাহার রুমা, (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ কামাল আকন্দ। বুধবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ওসি শাহ্ কামাল আকন্দের হাতে ওই সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, মাদক উদ্ধার, থানা এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ সেবা মূলক কার্যক্রম বিষয়ে অবদান রাখায় ওসি শাহ্ কামাল আকন্দকে এ সম্মাননা প্রদান করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে।
কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৯