
সাহিত্য ডেস্ক : এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবৃত্তি সংগঠন ঝিঙুরের ঝাঁক পঞ্চমবারের মতো বসন্তবরণ উৎসব আয়োজন করতে যাচ্ছে। এতে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করবেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও দেশবরেণ্য আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী শাহীন সামাদ, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক শামীম আজাদ, বরেণ্য আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, ডালিয়া আহমেদ, লায়লা আফরোজ, গোলাম সারোয়ার, মীর বরকত, মাহিদুল ইসলাম।
এছাড়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, বাংলা একাডেমির পরিচালক আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু, আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান, ফারহানা তৃনা, আবৃত্তিশিল্পী মাসুকর-এ সাত্তার কল্লোল, মাসুদুজ্জামান, মজুমদার বিপ্লব, আহসান উল্লাহ তমাল, শামস মিঠু, দিলারা নাহার বাবু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি আবৃত্তিশিল্পী ইফতেখায়রুল ইসলামসহ প্রায় অর্ধ শতাধিক শিল্পী আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অভিনেতা ও চিত্রনায়ক রিয়াজ। অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস্থাপনা করছেন ঝিঙুরের ঝাঁক সভাপতি লেখক ও আবৃত্তিশিল্পী সূনৃত সুজন। উৎসবে সবার জন্য প্রবেশ উন্মুক্ত।
কিউটিভি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:০৩