
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ সহ সুকৃতি চাকমা (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।মোটরসাইকেল জব্দ।
রবিবার (২৪ডিসেম্বর) সকালের পৌনে ৭টার দিকে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক এসআই(নিঃ)/ সুমন কান্তি দে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে মানিকছড়ি থানাধীন ৪নং তিনট্যহরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনট্যহরী শিবির বাজারস্থ যাত্রী ছাউনীর এর সামনে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে পাঁকা রাস্তার উপর থেকে আসামী সুকৃতি চাকমা (৪০)কে ৩৫ লিটার মদ সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন-সুকৃতি চাকমা (৪০) খাগড়াছড়ি জেলার পানছড়ি,র চেংগী ইউনিয়নের লেনদিয়া পাড়া (০৮ নং ওয়ার্ডের প্রভাত চন্দ্র চাকমার ছেলে। মানিকছড়ি থানা পুলিশ জানান,আসামী সুকৃতি চাকমা (৪০)কে ৩৫ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ সহ একটি PLATINA মোটরসাইকেল যাহার রেজিঃ নং- চট্ট মেট্রো-হ-১৪-৪৩১৫জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
কিউটিভি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৪