সিলেটে ৮টি ক্লাবের অভিষেক অনুষ্ঠানে

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ০৬:৫৫:৪১ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে আটটি লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান সিলেট স্টেশন ক্লাবের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি লুৎফুর রহমান খায়রুন্নেছা শেলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডায়রেক্টর লায়ন নাজনিন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছমা কামরান, লায়ন বিলকিস নূর, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাবিনা সুলতানা, সানজিদা খানম, শ্যামলী দাশ, সেলিনা বাছিত, লায়ন শামিমা আক্তার ঝিনু, সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে পৃথক পৃথক ভাবে লায়ন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি, লায়ন্স ক্লাব অব সিলেট সিটি, লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট, লায়ন্স ক্লাব অব সিলেট রোজ, লায়ন্স ক্লাব অব সিলেট এগ্রি ইউনিভার্সিটি প্রেসিডেন্ট এর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ডিস্ট্রিক গভর্নর লুৎফুর রহমান এমজিএফ।

অনুষ্ঠানে ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ ছাড়াও ৮টি লায়ন্স ক্লাবের সকল লায়নবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক গভর্নর লুৎফুর রহমান এমজিএফ বলেন, আর্ত মানবতার সেবা ও কল্যাণে লায়ন্স ক্লাবগুলো কাজ করায় দেশের দরিদ্র ও বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। লায়ন্স ক্লাবের কার্যক্রমে ইতিপূর্বে দেশ-বিদেশে সুনাম ও পরিচিতি বয়ে এনেছে। তিনি মানবতার কাজগুলো গুরুত্ব দিয়ে গরীব ও অসহায় মানুষের সেবা ও সহযোগিতা করার জন্য সকল লায়নদেরকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

 

 

কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad