
শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ৪ নভেম্বর ২০২৩, শনিবার, সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারীশিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজ প্রতিবছরের ন্যায়— ৬ষ্ঠ বারের মতো— আয়োজন
করলো ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩।
প্রতিযোগিতায় অংশ নিয়েছে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল থেকে আগত পঞ্চম শ্রেণির প্রায় তিন শতাধিক ছাত্রী। পাঠ্যবিষয়ের উপর ভিত্তি করে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরধারীদের মধ্য থেকে প্রথম দশ (১০) জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ডেস্কটপ কম্পিউটার।
দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি ট্যাব ও তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হবে একটি অনুবীক্ষণ যন্ত্র।
চতুর্থ থেকে দশম স্থান অধিকারকারীরা পাবে আকর্ষণীয় শিক্ষাসামগ্রী। এবং অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট। সকাল ১১ ঘটিকায় শুরু হওয়া পরীক্ষায় হল পরিদর্শন করেছেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জে. এম. এইচ. জে. ফেরদৌস ও ভাইস চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর।
ইএসডি ফাউন্ডেশন ও উইমেন্স মডেল কলেজের পক্ষ থেকে প্রতিযোগী ও তাদের অভিভাবকবৃন্দকে আপ্যায়ন করানো হয়। কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার অংশগ্রহণকারী সকল ছাত্রীকে শুভেচ্ছা এবং অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪