ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ০৬:২৮:৪৬ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ৪ নভেম্বর ২০২৩, শনিবার, সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারীশিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজ প্রতিবছরের ন্যায়— ৬ষ্ঠ বারের মতো— আয়োজন
করলো ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩।

প্রতিযোগিতায় অংশ নিয়েছে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল থেকে আগত পঞ্চম শ্রেণির প্রায় তিন শতাধিক ছাত্রী। পাঠ্যবিষয়ের উপর ভিত্তি করে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরধারীদের মধ্য থেকে প্রথম দশ (১০) জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ডেস্কটপ কম্পিউটার।

দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি ট্যাব ও তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হবে একটি অনুবীক্ষণ যন্ত্র।
চতুর্থ থেকে দশম স্থান অধিকারকারীরা পাবে আকর্ষণীয় শিক্ষাসামগ্রী। এবং অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট। সকাল ১১ ঘটিকায় শুরু হওয়া পরীক্ষায় হল পরিদর্শন করেছেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জে. এম. এইচ. জে. ফেরদৌস ও ভাইস চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর।

ইএসডি ফাউন্ডেশন ও উইমেন্স মডেল কলেজের পক্ষ থেকে প্রতিযোগী ও তাদের অভিভাবকবৃন্দকে আপ্যায়ন করানো হয়। কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার অংশগ্রহণকারী সকল ছাত্রীকে শুভেচ্ছা এবং অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

 

কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

▎সর্বশেষ

ad