
ডেস্কনিউজঃ ভোট চুরি করে ফের ক্ষমতায় আসতেই সরকার বিরোধীদলের নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলার রিমান্ড শুনানিকালে আজ শুক্রবার দুপুরে ঢাকার মহানগর মুখ্য হাকিম (সিএমএম) জাকী আল ফারাবীর আদালতে তিনি এ অভিযোগ করেন।
আদালতের অনুমতি নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মাননীয় আদালত, আমার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটিই প্রথম বানোয়াট মামলা নয়। এ রকম শত শত বানোয়াট গায়েবি মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশের ডিকশনারিতে গায়েবি মামলা নতুন শব্দ যুক্ত হয়েছে। বিশ্বের কোথাও এ রকম গায়েবি মামলা হয় না।’
তিনি বলেন, ‘বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এই অবৈধ অনির্বাচিত সরকার ক্ষমতা দখলের জন্যই বানোয়াট মামলা দিয়ে যাচ্ছে।’
আমীর খসরু বলেন, ‘মাননীয় আদালত, আমরা কেন সহিংসতা করতে যাব? আমাদের তো সহিংসতার দরকার নেই। আমরা মহাসমাবেশ ডাকলে লাখ লাখ লোক জড়ো হয়। দুঃখের বিষয় যে সরকার রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘মাননীয় আদালত, জনগণ এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাদের ধ্বংস করে দেওয়ার জন্য এই মামলা দেওয়া হয়েছে। ২০ থেকে ৩০ লাখ লোক সমাবেশে জড়ো হয়। অনেক ঘটনা ঘটেছে। সেসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দুবেলা খেতে পারছে না। ব্যাংক লুট হয়ে যাচ্ছে। দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে।’
আজ দুপুরে আমীর খসরু ছাড়াও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকেও ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে এবং একই দিন বিকেলে গুলশান থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।
বিপুল/০৩.১১.২০২৩/ রাত ৯.৩৫