ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

টাইগারদের হারিয়ে বাবর বললেন এ জয় আত্মবিশ্বাস জোগাবে

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ১১:১০:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে মিশন শুরু করে পাকিস্তান। এরপর টানা চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে নিজেদের শেষ তিন ম্যাচে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারাতে হবে।

এমন কঠিন সমীকরণ সামনে রেখে মঙ্গলবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে খেলতে ২০৫ রান তাড়ায় ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান। এই জয়ে সেমির সম্ভাবনা জিইয়ে রইলো ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। 

আজ বাংলাদেশ হারিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, দলের জয়ে জন্য বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং তিন বিভাগে ছেলেরা যেভাবে খেলেছে এজন্য তাদের কৃতিত্ব দিতে হবে। আমরা জানি ফখর জামান ফর্মে থাকলে কত ভালো খেলে। তাকে অনবদ্য ব্যাটিং করতে দেখে দেখে ভালো লাগছে। বাবর আজম আরও বলেন, আমরা চেষ্টা করব বাকি দুই ম্যাচে জিততে। তারপর দেখি আমরা কোথায় গিয়ে দাঁড়াই।

বাংলাদেশের বিপক্ষে পাওয়া এই জয় পাকিস্তানি ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে জানিয়ে বাবর বলেন, এই জয় আশা করছি সামনের ম্যাচগুলোতে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। বল হাতে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিমরা দারুণ বোলিং করেছেন। আমাদের বোলাররা ভালো লেংথে হিট করেছে। 

বিশ্বকাপের শুরু থেকে দলকে সমর্থন জানানোর জন্য পাকিস্তানি ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বাবর আজম বলেন, আমাকে এবং আমার দলকে সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ।

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ১০:০৮

▎সর্বশেষ

ad