প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

superadmin | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ১০:৪৩:৪৪ পিএম

ডেস্কনিউজঃ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর হারের বৃত্তে বাংলাদেশ। সেমিফাইনালের আশা ফিঁকে হয়েছিল আগেই, তবুও কাগজে কলমে টিকে ছিল টুর্নামেন্টে। আজ মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে সবার আগে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল সাকিব আল হাসানের দল।

৭ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট মাত্র ২। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুইটি ম্যাচ খেলবেন সাকিব আল হাসানরা। সেই দুই ম্যাচে জিতলেও দলটির পয়েন্ট হবে ৬। তবে এখন পর্যন্ত চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টেই ৮। অর্থাৎ, বাকি ২ ম্যাচে জয় পেলেও অস্ট্রেলিয়াকে ছোঁয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এদিনও চেনা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ২০৪ রানেই অলআউট হয় দলটি। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১০৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়েই ১২৮ রান তোলেন আবদুল্লাহ শফিক ও ফখর জামান। এরপর ৬৮ রান করা শফিক বিদায় নিলেও ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন ফখর। এদিন বেশি রান করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৯ রানের বেশি করতে পারেননি তিনি। ১৬০ রানের মাথায় বাবরের বিদায়ের পর ১৬৯ রানে ফেরেন ফখরও। তবে জয়ের জন্য বাকি পথটুকু নির্বিঘ্নেই পাড়ি দেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ।

এর আগে, ২০৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। ওপেনার লিটন দাস ও অধিনায়ক সাকিব আল হাসান হাফ সেঞ্চুরির কাছাকাছি গেলেও সেটি পাননি।

বিপুল/৩১.১০.২০২৩/ রাত ১০.৩৭

▎সর্বশেষ

ad