ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

গাজায় প্রতিদিন ৪২০ এরও বেশি শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৮:৫৬:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় প্রতিদিন ৪২০ টিরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে ইউনিসেফের এই তথ্যকে সামনে রেখে জাতিসংঘের কর্মকর্তারা নিরাপত্তা পরিষদের কাছে আরও যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। সেভ দ্য চিলড্রেন গতকাল জানিয়েছে, গাজায় মাত্র তিন সপ্তাহে প্রায় ৩ হাজার ২০০ শিশু নিহত হয়েছে।

ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, একটি শিশু সব জায়গাতেই শিশু, তাদের সর্বত্র সর্বদা সুরক্ষিত রাখতে হবে এবং কখনই আক্রমণের শিকার হতে দেওয়া যাবে নাআমরা উত্তর গাজা ছেড়ে ১০ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের আদেশ প্রত্যাহার করতে এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ মহাসচিবের আহ্বান পুনর্ব্যক্ত করছি। প্রতিটি শিশুই সমান সুরক্ষা পাওয়ার অধিকার রাখে।

শিশুদের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (এনজিও) জানিয়েছে, গত চার বছর ধরে গাজা উপত্যকায় যত শিশু ও অপ্রাপ্তবয়স্ক নিহত হয়েছে, চলতি বছর তার চেয়ে বেশি নিহত হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত একুশ দিনে গাজায় অন্তত ৩ হাজার ৩২৪ শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়েছে। পশ্চিম তীরে এ সংখ্যা ৩৬। গাজায় নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার শিশু। গত তিন সপ্তাহ ধরে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে ৬ হাজারেরও বেশি শিশু।

জাতিসংঘের ইউএন সেক্রেটারি-জেনারেল অন চিলড্রেন অ্যান্ড আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনের বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২২ সালে গাজা ও পশ্চিম তীর অঞ্চলে ২ হাজার ৯৮৫ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক নিহত হয়েছিল। ২০২১ সালে নিহতের সংখ্যা ছিল ২ হাজার ৫১৫ জন। ২ হাজার ৬৭৫ জন প্রাণ হারিয়েছে ২০২০ সালে।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮,৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

▎সর্বশেষ

ad