পাঁচ টুকরো রুটির জন্য একজন বাবার ৬ ঘণ্টা অপেক্ষা

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৮:৪৬:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সরেজমিন ঘুরে সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিক বলেছেন, ‘গতকাল (সোমবার, ৩০ অক্টোবর) আমি গাজায় একজন বাবাকে দেখেছি। তিনি আমাকে জানিয়েছেন, তার পরিবারের সদস্যদের জন্য পাঁচ টুকরো রুটি নিতে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।’

বিবিসির ওই সাংবাদিক বলেন, ‘বর্তমানে এই অঞ্চলের মানুষ শুধু একটি টেকসই সাহায্য করিডোর চান। তারা তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার ও পানি ছাড়া আর অন্যকিছুই চান না। তারা এখন বেঁচে থাকার লড়াই করছেন।’

গত ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। সেদিন থেকেই অবরুদ্ধ এই উপত্যকায় পানি, বিদ্যুৎ ও জ্বলানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল সরকার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা গাজাবাসীদের জন্য অপ্রতুল।

বর্তমানে খাবার ও পানির ভয়াবহ সংকট চলছে দক্ষিণ গাজায়। ইসরাইল গাজায় পানির পাম্প চালু করার আশ্বাস দিলেও, তা চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাব রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নাসের হাসপাতালের বাইরে জাতিসংঘের একটি বিশুদ্ধ পানির ট্যাঙ্ক আছে। প্রতিদিনই সেখানে শত শত মানুষ পানি নেয়ার জন্য বোতল হাতে লাইনে দাঁড়িয়ে থাকছেন।

টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়মিত আগ্রাসী হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলী বাহিনী। সবশেষ তথ্যানুযায়ী, গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার প্রায় অর্ধেকই শিশু। আহত হয়েছেন আরও ২০ হাজার। এছাড়া বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। 

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৩

▎সর্বশেষ

ad