
ডেস্ক নিউজ : সড়কের সংস্কারের জন্য টোল নিয়ে সেই অর্থ জমা রাখতে আলাদা একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন অনেক সড়ক নির্মাণ করা হয়েছে। এখন সংস্কার দরকার। কেননা আমরা যে হিসাব করে রাস্তা তৈরি করছি অর্থনৈতিক কর্মকাণ্ড তার চেয়ে বেশি হওয়ায় ফলে তাড়াতাড়ি সড়কগুলোর সংস্কার করতে হচ্ছে। এই টাকা যাতে টোলের মাধ্যমে আদায় করা যায় সেটি দেখতে হবে।
এম এ মান্নান জানান, প্রকল্পের গতি বাড়ানোর নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব প্রকল্প গোলপোস্টেও কাছে আছে সেগুলোর কাজ দ্রুত করতে হবে। নির্বাচনের কারণে নয়। এমনিতেও প্রকল্পগুলোর গতি বাড়ানো দরকার। বিশেষ করে বৈদেশিক ঋণ আছে এমন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাতে করে বৈদেশিক অর্থ বেশি পাওয়া যায়।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের রাজনৈতিক যে কর্মসূচি চলছে সেগুলো কাম্য নয়। সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে এতে জনগণ আমাদের সঙ্গে আছে। যেভাবে সহিংস ঘটনা ঘটছে সেটি কাম্য নয়, বর্জনীয়। এটির নিন্দা জানানো হয়েছে একনেকের পক্ষ থেকে। এছাড়া ফিলিস্তিনের হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী নিন্দা জানাচ্ছেন। সেজন্য শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানানো হয়েছে।
কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৪