
বিনোদন ডেস্ক : দুই নভেম্বর মানেই যেন বলিউডে উৎসবের আমেজ। মাঝখানে শুধু একটি দিন, এরপরই বলিউডে বইবে শাহরুখ খান জোয়ার। কারণ এদিন বলিউড বাদশাহের জন্মদিন। ফের মান্নাতের সামনে বইতে চলেছে জনসমুদ্র, শাহরুখের হাত মেলে দাঁড়ানো আর বিশেষ পার্টি।
করোনা মহামারীর কারণে গেল কয়েকবছর নিজের জন্মদিনে কোনো আয়োজনই করেননি শাহরুখ, একদম চুপচাপ উদযাপন করেছেন। তবে এবার সেই আয়োজন হতে চলেছে বেশ বড় পরিসরে। কারণ এবারের জন্মদিনটা শাহরুখের জন্য বিশেষ। কেননা এই বছর তিনি পরপর দুটি অলটাইম ব্লকবাস্টার হিট ছবি (পাঠান ও জাওয়ান) দিয়েছেন। তাই নিজের বিশেষ দিনটি তিনি সবার সঙ্গে উদযাপন করতে চান, যারা ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করেন-এমনটাই সূত্রের দাবি।
পিঙ্কভিলা তাদের এক প্রতিবেদনে বলছে, এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে। যেখানে পুরো বলিউডই হাজির হবে! মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় জমকালো আয়োজনে হবে এই পার্টি। ইতোমধ্যে বলিউডের প্রায় সব অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজকের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে শাহরুখের টিমের পক্ষ থেকে। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও একাধিক তারকা উপস্থিত হবেন বলে জানিয়েছে একটি ঘনিষ্ঠ সূত্র।
দীপিকা পাড়ুকোন, কাজল, আলিয়া ভাট, করন জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমারসহ ভারতীয় সিনেমার বড় বড় তারকারা থাকছেন এই পার্টিতে। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন। ওই সূত্রের ভাষ্য, ‘এগুলো কেবল মুখ্য কয়েকটি নাম। আরও অনেকেই আসবেন বাদশাহর জন্মদিন উদযাপন করতে। স্টাইল, গ্ল্যামার আর আনন্দের এক রাত হতে চলেছে এটি।’
শাহরুখের জন্মদিনে সবচেয়ে বড় চমক থাকছে ‘ডাঙ্কি’ সিনেমার টিজার। জানা গেছে, জন্মদিনের প্রথম ভাগেই উন্মুক্ত করা হবে রাজকুমার হিরানি নির্মিত ছবিটির ঝলক অর্থাৎ টিজার। এরপর একই টিজার ভক্তদের সঙ্গে একটি ফ্যান-মিট অনুষ্ঠানে উপভোগ করবেন শাহরুখ।
অবাক করা ব্যপার হলো, ২ নভেম্বর শুধু শাহরুখ খানেরই জন্মদিন না, তার ম্যানেজার পূজা দাদলানির জন্মদিনও। ফলে এক আয়োজনে দুই উদযাপন চলবে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে কাজল ও ভিকি কৌশলকে দেখা যাবে। আগামী ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৫:৪১