পাকিস্তান দলে ৩ পরিবর্তন, বাংলাদেশের ১

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৩:২০:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।  আজ পাকিস্তান দলে তিন এবং বাংলাদেশ দলে এক পরিবর্তন এসেছে।

দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী হাসানের জায়গায় দলে ফিরেছেন তাওহিদ হৃদয়। অর্থাৎ একজন ব্যাটসম্যান বাড়ানো হয়েছে।

পাকিস্তানে তিন পরিবর্তন

ফখর জামান, আগা সালমান ও উসামা মির ফিরেছেন দলে। তাদের জায়গা করে দিয়েছেন ইমাম-উল-হক, শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। উসামা মির অবশ্য আগের ম্যাচে দলে এসেছিলেন শাদাবের কনকাশন-বদলি হিসেবে। 

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad