
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে দেওয়া অস্ত্র ব্যবহারে কোনো বিধিনিষেধ আরোপ করছে না যুক্তরাষ্ট্র। সোমবার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের উপ-মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ইসরায়েলে সরবরাহ করা অস্ত্র তারা কিভাবে ব্যবহার করে তার ওপর আমরা কোনো সীমাবদ্ধতা রাখছি না। আমরা এ ব্যাপারে কোনো বাধা দিচ্ছি না।
৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ করছে। বাদ রাখছে না হাসপাতাল কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে যাওয়ায়।
ইসরায়েল কীভাবে অস্ত্র সরবরাহ করে তার উপর আমরা কোনও সীমা বদ্ধতা রাখছি না,”
কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ২:০৭