
আন্তর্জাতিক ডেস্ক : রাফাহ ক্রসিংয়ে অপেক্ষমান ত্রাণের ট্রাকগুলো গাজা উপত্যকায় ঢুকতে না দিলে তা ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হবে বলে ইসরায়েলকে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খান রাফাহ ক্রসিং এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ওই এলাকা ঘুরে দেখেন তিনি। আইসিসিসির এই শীর্ষ প্রসিকিউটর বলেন, আমি দেখলাম ত্রাণ ও মানবিক সহায়তার ট্রাকগুলো এমন জায়গায় স্থির হয়ে আছে, যেখানে কারো এসব সামগ্রীর প্রয়োজন নেই। এই ট্রাকগুলোকে অবশ্যই গাজায় ঢুকতে দিতে হবে এবং সেজন্য পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে। যদি এমন না ঘটে, সেক্ষেত্রে আইসিসি তা অপরাধ হিসেবে গণ্য করবেন।
প্রসঙ্গত, মিশরের সিনাই মরুভূমি থেকে গাজা উপত্যকাকে পৃথক করা সীমান্তপথ রাফাহ ক্রসিং উপত্যকার সর্ব দক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে। কিন্তু সেগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দেশটির ইচ্ছা অনুযায়ী সেগুলো খোলা বা বন্ধ থাকে।
কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ১:২৯